You are currently viewing How to mix Flattened Rice with Yogurt | Doi-Chira Recipe | BograDoi.Com

How to mix Flattened Rice with Yogurt | Doi-Chira Recipe | BograDoi.Com

ইফতারে মজাদার খাবারের রেসিপি খুঁজছেন? সারাদিন রোজা থাকার পর ইফতারিতে দরকার সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার। যেমন দই-চিড়া। আর চিড়ার সাথে যদি থাকে বগুড়ার দই তাহলে একই সাথে সুস্বাদ ও সুস্বাস্থ্য হবে নিশ্চিত। তাই এই রমজানে স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক দই –চিড়া।

Best-Sweets-BD-Bogurar-Doi-Specia-Doi-Flattened-Rice-Doi-Chira
Flattened Rice with Yogurt

দই-চিড়া বানাতে আপনার কি কি দরকার

  • ১টি কলা
  • ১/২ কাপ দই
  • ১ কাপ চিড়া
  • ১ টেবিল চামচ চিনি
  • ডালিম অথবা চেরি সাথে মিশিয়ে নিতে পারেন।

সব উপকরণ এক সাথে মিশিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত দই-চিড়া। ঘরে বসে বগুড়ার দই অর্ডার করতে এখনই ক্লিক করুনঃ https://bogradoi.com

Leave a Reply