মাটির হাঁড়িতে দই রাখার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?
বেশির ভাগ সময় দই মাটির পাত্রে রাখা যায়। কিন্তু জানেন কি মাটির হাঁড়িতে দই রাখা হয় কেন? এর পিছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে:
- প্রথমত, মাটির পাত্রে ছোট ছোট ছিদ্র থাকে যা খালি চোখে অদৃশ্য। ছোট ছিদ্র দইয়ের ঘনত্ব বাড়ায় এবং এটি দ্রুত সেট হতে সাহায্য করে
- যেহেতু মাটির পাত্রের পানি শোষণ ক্ষমতা আছে তাই মাটির পাত্রে দই রাখলে দই থেকে পানি শুষে নেয় এবং দইকে খুব সুস্বাদু করে তোলে।
- দই এবং বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যে অ্যাসিড থাকে। মাটির পাত্রে রাখলে অ্যাসিডের মাত্রা কমে যায়। অ্যাসিড দুধকে টক করে। কিন্তু মাটির পাত্রে রাখলে টক স্বাদ কমে যায় এবং মিষ্টি স্বাদ বাড়ে।
- মাটির তৈরি পাত্র হওয়ায় এতে পৃথিবীর গুণাবলীও পাওয়া যায়। মাটিতে উপস্থিত খনিজ পদার্থ দইয়ের সাথে মিশে যায়। এতে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো বিভিন্ন খনিজ রয়েছে। যা দইয়ের পুষ্টিগুণ বাড়ায়।
- মাটির পাত্রে রাখলে দইয়ের স্বাদ বাড়ে। মাটির পাত্রে দই ও মিষ্টি রাখলে তাদের স্বাদই আলাদা।
- মাটির পাত্র তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না তাই অতিরিক্ত গরম হওয়া কোন সমস্যা নয়। ফলে দই সংরক্ষণে বেশি উপকার পাওয়া যায়।
What are the scientific explanations for putting curds in clay pots?
Most of the time, curd can be kept in earthen pots. But do you know why curd is kept in earthen pots? There is also a scientific explanation behind this:
- First, clay pots have tiny pores that are invisible to the naked eye. The small pores increase the density of the curd and help it set quickly.
- Since the clay pot has a water absorption capacity, keeping the curd in the clay pot absorbs the water from the curd and makes the curd very tasty.
- Yogurt and various dairy products contain acid. Keeping it in clay pots reduces the acid level. Acid makes milk sour. But keeping it in earthenware reduces the sour taste and increases the sweet taste.
- Being a vessel made of clay, the qualities of the earth are also found in it. The minerals present in the soil mix with the curd. It contains various minerals like calcium, phosphorus, iron, magnesium, and sulfur. Which increases the nutritional value of yogurt.
- Keeping it in an earthen pot enhances the taste of curd. When curd and sweet are kept in earthenware, their taste is different.
- Earthenware is not affected by temperature so overheating is not a problem. As a result, curd preservation is more beneficial.