প্রতারক নাজমুল হাছান লক্ষীপুর নোয়াখালী
Fraud Nazmul Hasan
প্রতারকের পরিচয়
- নামঃ নাজমুল হাছান (Nazmul Hasan)
- বাবার নামঃ মুহাম্মদ মানছুর এলাহী
- বাসাঃ পাঁচ গাজী হাজী বাড়ি
- গ্রামঃ টুমচর
- ডাকঘরঃ টুমচর মাদ্রাসা ৩৭০০
- থানাঃ লক্ষীপুর সদর
- জেলাঃ নোয়াখালী
- জাতীয় পরিচয়পত্র নাম্বার: ৮৬৫ ১৯৩ ৫৪৮১
- ফোন: ০১৮৭৮৮৫২০৭৫ ও ০১৮১১৩৭৪২৯৬
প্রতারকের পেশাঃ মাদ্রাসার প্রধান শিক্ষক ও ব্যবসায়ী
উক্ত প্রতারক নাজমুল হাছান অনলাইন থেকে আমাদের মেবাইল নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন। নিজেকে একজন বেসরকারি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে পরিচয় প্রদান করেন পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসার সাথেও জরিত রয়েছেন বলে আমাদের জানান।
আমারা সরল বিশ্বাসে তার সাথে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে থাকি। আমাদের শর্ত মোতাবেক অগ্রিম টাকা জমা দিয়ে ইনি বগুড়া থেকে লক্ষীপুর দই রিসিভ করতেন। এর মাঝে অক্টোবর ২০২০ এ মোট ১০৮৬১ টাকার পাওনার বিপরীতে ২০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে পারিবারিক সমস্যার অজুহাতে বাকী টাকা ২-১ দিনের মধ্যেই দিয়ে দিবেন বলে দই পাঠাতে অনুরোধ করেন।
আমরা মানবিক বিবেচনায় উনাকে দই পাঠিয়ে দেয়। এরপর কোন এক সময় আরো ১০০০ টাকা ব্যাংকে জমা দেন। বাকী ৭৮৬১ টাকা আজ দেয় কাল দেয় বলে এরিয়ে যেতে থাকেন এবং এখন তিনি ফোন রিসিভ করেন না।
বাধ্য হয়েই পোষ্টটি করতে হল। সামান্য কিছুটাকার জন্য সারা জীবন ঋণী হয়ে থেকে ইহকাল ত্যাগ করে পরকালে কি জবাব দিবে সৃষ্টিকর্তার কাছে!?